চাঁদপুরের কচুয়ার যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় মো. আ. ছালাম নামে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জুন) চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্টাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী আসামীর উপস্থিততে এ রায় প্রদান করেন। এছাড়া আসামীকে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করে।
মামলার নথিতে জানা যায়, ২০০৯ সালে জেলার কচুয়া উপজেলার নাহারা গ্রামের নাজমা বেগমের (২২) বিয়ে হয় একই উপজেলার তেতৈয়া গ্রামের মো. আ. ছালামের সাথে। বিয়ের একবছরের মধ্যেই সিএনজি অটোরিকশা কেনার জন্য নাজমার পরিবারের কাছে ২ লাখ টাকা দাবি করে আসছিলো ছালাম। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০১১ সালের ১০ অক্টোবর বিকেলে সে নাজমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় নাজমাকে প্রথমে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও তার স্বামী ঢাকা মেডিকেলে নিয়ে যায় এবং ওই হাসপাতালে ঘটনার ৪ দিন পর নাজমা মারা যান।
এদিকে ঘটনার একদিন পরে তথা ২০১১ সালের ১২ অক্টোবর নাজমার বড় ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলে ১২ বছর পর সাক্ষী ও শুনানিশেষে এই মামলা চুড়ান্তে এলে বিচারক এ রায় প্রদান করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এড. খোরশেদ আলম শাওন ও আসামী পক্ষে এড. শাহজাহান মিয়া।
আল /দীপ্ত সংবাদ