চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বনানীর সেতু ভবনে তিনি এ কথা জানান।
পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুতে যানবাহন চলাচল থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১,২৫২ কোটি টাকা।
আগামী জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।
আবারও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর, আগামী পাঁচ বছরের কর্ম পরিকল্পনা নিয়ে মঙ্গলবার বনানীর সেতু ভবনে বৈঠক করেন ওবায়দুল কাদের। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেতু বিভাগের চলমান প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়নে কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।
পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনের শান্তি পেতে আবোল তাবোল বকছেন বিএনপি নেতারা।
মহাসড়কে দুর্ঘটনার জন্য বেশি দায়ী মোটরসাইকেল ও ইজি বাইক। এর জন্য একটি নীতিমালার ওপর গুরুত্তারোপ করেন ওবায়দুল কাদের।
এসএ/দীপ্ত নিউজ