চট্টগ্রামের চন্দনাইশে আয়ুব নিয়াজী (৩৪) নামের এক সাংবাদিককে ভবন থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে পৌনে চারটার দিকে চন্দনাইশের দোহাজারিতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায় সাংবাদিক আয়ুব নিয়াজীকে অনেকটা মধ্যযুগীয় কায়দায় মেরে দোতলা থেকে ফেলা দেয়া হয়। এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।
তবে শুক্রবার (৭ এপ্রিল) দোতলা থেকে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
হত্যা চেষ্টার অভিযোগ তুলে আয়ুবের অভিভাবকরা বলছেন, পাহাড় কাটার নিউজ করায় গত মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলার দোহাজারিতে তার নিজ প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা মারধর করে ভবন থেকে ফেলে দেয়।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আহত আয়ুব নিয়াজী স্থানীয় একটি অনলাইন পোটালে কাজ করেন। এদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
মূলত ইটভাটার জন্য পাহাড় কাটার নিউজ করায় পাহাড় খেকোদের রোষানলে পড়েন আয়ুব। এরই জেরে ৭ থেকে ৮ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তার নিজস্ব প্রতিষ্ঠান কম্পিউটার সেন্টারে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে। পরে রক্তাক্ত অবস্থায় দোতলা থেকে নৃশংসভাবে ফেলে দেয়া হয় তাকে। ভেঙে যায় বুক ও কোমরের হাড়। প্রাথমিকভাবে উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।
এদিকে হত্যার চেষ্টা প্রতিবাদে দোহাজারিতে মানববন্ধন করেন সাংবাদিকরা। তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
ঘটনার পর আয়ুবের বাবা থানায় মামলা দায়ের করেন। পুলিশ বলছে বিষয়টি নারী সংক্রান্ত। তবে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।
আফ/দীপ্ত সংবাদ