চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন নামে বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন।
সোমবার (০৮ ডিসেম্বর) ভোরে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা এলাকায় চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর এলাকার মিরাজ মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রামের সেইলর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, দেলোয়ার হোসেন গ্রামের বাড়ি থেকে ভোর রাতে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে বের হন। লালিয়ারহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাটহাজারীর আলিফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাটহাজারী মডেল থানা পুলিশ।
রুনা আনসারী