চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঈদুল ফিতর। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনাবার (২২ এপ্রিল) সকাল ৮টায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ’র পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক।
নামাজ শেষে সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে মুনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
এবার নগরের ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ এলাকার মসজিদ ও ঈদগাঁহে অনুষ্ঠিত হয়েছে।