চট্টগ্রাম মহানগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
এ ঈদ জামাতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তারাসহ অংশ নিতে নগরীর বিভিন্ন স্থান থেকে জামিয়াতুল ফালাহ ময়দানে হাজির হন নানা শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।
এদিকে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী নগরের বহদ্দারহাটে নিজ বাড়ির মসজিদে ঈদের নামেজ আদায় করেন।
জামিয়াতুল ফালাহ ময়দানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ঈদুল আজহার আরেকটি বড় জামাত হয় সকাল ৮টায়।
এছাড়াও সিটি করপোরেশন পরিচালিত লালদিঘী সিটি করপোরেশন জামে মসজিদসহ নগরের ৪১টি ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের ঈদ জামাতগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চার স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
রুনা আনসারী/মাসউদ/দীপ্ত সংবাদ