চট্টগ্রাম মহানগরী এলাকায় ডাকাতি, ছিনতাই,আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং এর অপতৎপরতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে রোবাষ্ট পেট্রোলিং এর মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে র্যাব–৭।
সোমবার (১০জুলাই) সকালে নগরীর টাইগারপাস মোড়ে এই কর্মসুচির উদ্বোধন করেন র্যাব–৭ প্রধান লে. কর্ণেল মাহবুব আলম। র্যাব জানিয়েছে, চট্টগ্রাম মহানগরী এলাকায় গত ছয় মাসে ৮ থেকে ১০টি কিশোরগ্যাং এর ৩৩ জনকে গ্রেফতার করা হয়। এদের হাতে জেলা ও মহানগরীর বিভিন্নস্থানে খুনের ঘটনা ঘটে। নগরীতে বর্তমানে ৫০টি স্থানে কিশোর গ্যাং নানা ধরণের অপকর্ম চালিয়ে আসছে।
কিশোর গ্যাং এর সদস্যরা মাদক পাচার, ছিনতাই, এলকায় আধিপত্য বিস্তার,চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে। জেলা ও মহানগরীর আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে এই অভিযান শুরু করেছে বলে জানান র্যাব–৭ প্রধান লে. কর্ণেল মাহবুব আলম।
রুনা আনসারী/ আল / দীপ্ত সংবাদ