চট্টগ্রামে ওয়াসার পানি লবণমুক্ত করা সহ নগরীর সব এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সংস্থাটির গ্রাহকরা।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নাগরিক ফোরামের ব্যানারে ওয়াসা কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে নগরীর বিভিন্ন ওয়ার্ডের ওয়াসার গ্রাহকরাও অংশ নিয়ে ক্ষোভ জানান। পানির সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়া না হলে কঠোর আন্দোলন নামারও হুঁশিয়ারি দেন তারা।
পরে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনসহ বিশিষ্টজনরা ওয়াসার সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য দীর্ঘ দিন ধরে ওয়াসার পাইপে লবণাক্ত পানি আসছে বাসাবাড়িগুলোতে এবং অনেক এলাকায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ পাওয়া যাচ্ছে না।
এমি/দীপ্ত