চট্টগ্রাম বন্দরের নবনির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বাইপাস সড়কসহ কয়েকটি প্রকল্প চালু হচ্ছে ১৪ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব প্রকল্প উদ্বোধন করবেন।
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ২৬ একর জায়গায় প্রায় ১ হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তীরে নির্মিত হয়েছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। এতে কন্টেইনার জাহাজ ভেড়ানোর জন্য ৩টি জেটি নির্মাণ করা হয়েছে। টার্মিনালটি চালু হলে তেলবাহী জাহাজ ও দশ মিটার ড্রাফটের জাহাজ ভেড়ানোর পাশাপাশি কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা হবে বছরে ৫ লাখ টিইউএস।
পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ২২ বছরের জন্য টার্মিনালটি পরিচালনার দায়িত্ব পেয়েছে সৌদি আরবের রেড সি গেটওয়ে।
প্রায় ৪ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এখন ১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র ২০ মিনিট।
ব্যবসায়ীরা বলছেন, নতুন প্রকল্পগুলো ব্যবসা বাণিজ্যের দুয়ার আরো প্রসারিত হবে। নির্মাণাধীন সব প্রকল্প চালু হলে চট্টগ্রামের মানুষের জীবনমান আরো উন্নত হবে বলে আশা সাধারণ মানুষের।
আল/ দীপ্ত সংবাদ