চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় চাঁদাবাজী ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজাদুর রহমান আজাদ হত্যার ঘটনায় মূল আসামী আবুল হাসনাত রাজু ও ওসমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৫ জুন) দুপুরে নগরীর মনসুরাবাদে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান গোয়েন্দা পুলিশ বন্দর শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলী। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে খুলনার পাইকগাছা এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা আসামীদের গ্রেপ্তার করে।
গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান– হত্যাকাণ্ডের শিকার আজাদের সাথে গ্রেপ্তারকৃত আবুল হাসনাত রাজু ও ওসমানের সাথে স্থানীয় নয়াবাজার বিশ্বরোড এলাকার দোকানপাট থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ মে ভোরে আজাদকে তার বাসার গলির সামনে আবুল হাসনাত, ওসমান ও তাদের সহযোগিরা মিলে ছুরিকাঘাতে হত্যা করে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল টনি নামে আরেক আসামির বাসা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা। মামলার এজাহারভুক্ত ৪ আসামীর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হলেও টনি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রুনা আনসারী/আফ/দীপ্ত নিউজ