৫
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। এ পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ৯ রান।
সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে হলে এ টেস্টে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। একাদশে এসেছে বেশ কিছু পরিবর্তন। ফিরেছেন এনামুল হক, নাইম হাসান, আর টেস্টে অভিষেক হচ্ছে তানজিম সাকিবের।
বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ। আর পাকিস্তানের উদ্দেশে পাড়ি জমানো নাহিদ রানা। ম্যাচের আগে ম্যাচ রেফারি ডেভিড বুনকে তার অবসরের প্রতি শুভকামনা জানান দুই দলের খেলোয়াড়রা।