সিলেট টেস্টে লজ্জাজনক হারের পর সফরকারীদের বিপক্ষে সিরিজে হার এড়ানোর মিশনে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ।
সেই মিশনে শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে নাজমুল শান্তদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের একাদশে আছে একটি বড় পরিবর্তন। এই ম্যাচে ১১ মাস পর টাইগারদের দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে বাদ পরেছে শরিফুল ইসলাম। গত টেস্টে অভিষিক্ত নাহিদ রানাকে বাদ দেয়া হয়েছে এই ম্যাচে। তার বদলি হিসেবে অভিষেক হচ্ছে হাসান মাহমুদের।
সিরিজের দ্বিতীয় টেস্টে বাধ্য হয়ে একটি পরিবর্তন আনতে হয়েছে শ্রীলঙ্কাকে। ইনজুরির কারণে কাসুন রাজিথাকে পাচ্ছে না লঙ্কানরা। তার বদলে দলে সুযোগ পেয়েছেন আসিথা ফার্নান্দো।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম , খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।
এসএ/দীপ্ত সংবাদ