গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার গোপিনাথপুর–কোটাখোল অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাধন ফকির (১৫) ও পলাশ শেখের ছেলে মাহিম শেখ (১৬)। বাধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমির ও মাহিম শেখ পাচুড়িয়া আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মাদ সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয় নিশ্চত করেছেন।
তিনি বলেন, নিহত দুজনই অল্প বয়সী। তারা ইছাখালি থেকে দূর্গাপুরের দিকে যাচ্ছিল। দুজনের মোটরসাইকেল চালানোর কোন দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স নেই। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দূর্গাপুর মোড়ে এসে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পথে দুজনই মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।