কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের অগ্নিকাণ্ডে দুই হাজারের বেশি ঘর পুড়ে গেছে। এর ফলে প্রায় ১২ হাজার রোহিঙ্গা গৃহহারা হয়ে পড়েছে। ঘর হারিয়ে নির্ঘুম রাত কেটেছে তাদের।
এক রোহিঙ্গা নারী বলেন, ‘ঘর নয় সাথে কপালও পুড়েছে আমাদের। এতদিন থাকার একটা ছাদ ছিল এখন তাও হারালাম। দিশেহারা লাগছে’।
রবিবার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি–ব্লকে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের ৯, ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও সেনাবাহিনীর ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই দুর্যোগপূর্ণ সময় তাদের ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডে দুই হাজারের বেশি ঘর পুড়ে গেছে। এর মধ্যে শতাধিক দোকান, ২০টির বেশি বেসরকারি সংস্থার হাসপাতাল–স্বাস্থ্যকেন্দ্র, রোহিঙ্গা শিশুদের পাঠদানকেন্দ্র, ত্রাণ বিতরণকেন্দ্র, ৩৫টি মসজিদ–মাদ্রাসা রয়েছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মধ্যে শুকনো খাবারের পাশাপাশি অতি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে।
এফএম/দীপ্ত সংবাদ