আমরা সবাই সুন্দর থাকতে ও সুন্দর দেখাতে পছন্দ করি। টান টান ও উজ্বল চেহারা যে কারো নজর কাড়তে বাধ্য। চলছে গ্রীষ্মকাল পচন্ড তাপ প্রবাহ তাই ঘরে এসেই মনে হয় চেহারাতে ট্যান পড়ে গেছে উজ্বলতা যেন হারিয়ে গেছে। কিন্তু কয়েকটি উপকরণ আপনার চেহারাকে করতে পারে উজ্বল দাঘহীন ও টানটান।
ভিটামিন-সি এর উপকারিতা আমরা সবাই জানি। এটি ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে। এ ছাড়া, ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। ভিটামিন সি ময়েশ্চারাইজার হিসেবে বেশ কার্যকর উপাদান। এটি ত্বকের দাগ দূর করে। আমরা অনেকেই কমলালেবু খাওয়ার পর অনেকেই এর খোসা ফেলে দেই। কিন্তু এই খোসাগুলো ত্বকের জন্য বেশ উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফলিক এসিড থাকে। যা ত্বকের কালো দাগ দূর করে।
ভিটামিন সি সমৃদ্ধ সুথিং জেল তৈরি করতে যা যা লাগবে:
১টি মালটা, ৩ চা চামচ তিশি, আরমন্ড তেল
প্রস্তুত প্রণালী:- প্রথমে মালটার ছোলাটা গ্রেট করে নিতে হবে। তারপর ৩ চা চামচ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ৩ চা চামচ তিশি ২ কাপ পানি দিয়ে ফোটাতে হবে ঘন হয়ে যাওয়া পর্যন্ত। তারপর ভিজিয়ে রাখা মালটার ছোলা তিশির জেলের সঙ্গে মিক্সড করে ছেঁকে নিয়ে কয়েক ড্রপ আরমন্ড তেল মেশালেই তৈরি হয়ে গেল ভিটামিন-সি সমৃদ্ধ সুথিং জেল।
যূথী/দীপ্ত সংবাদ