এলাকার নতুন প্রজন্মকে বইমুখী করতে সুনামগঞ্জের তাহিরপুরের ঘাগটিয়া গ্রামে লাইব্রেরি গড়ে তুলেছে একদল তরুণ। এই পরিকল্পনাকে ঘিরে নানা পরিবর্তনের স্বপ্ন দেখছেন গ্রামের মানুষ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার ঘাগটিয়া গ্রামে স্কুল–কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী গড়ে তোলে ঘাগটিয়া নামক পাঠাগার। প্রতিদিনই এখানে বই পড়তে আসে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্যোগী এই তরুণেরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে বই বিলি করে। পড়া শেষ হলে আবার নিয়েও আসে।
তরুণদের এই উদ্যোগে এগিয়ে এসেছে গ্রামের মানুষ। পাঠাগারের নামে ব্যক্তিগত জায়গা দিয়ে সরকারি সহায়তায় নির্মাণ করেছে স্থায়ী ঘর। যেখানে এখন প্রায় ২ হাজার বই পড়ার সুযোগ পাচ্ছে পাঠকরা।
পাঠাগারের উদ্যোক্তা ও পরিচালনা পর্ষদের সবাই শিক্ষার্থী হওয়ায় সীমাবদ্ধতাও রয়েছে। বর্তমানে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে বইয়ের। এছাড়া বই বাড়ি বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটি ভ্যান, তথ্য সংরক্ষণের জন্য একটি কম্পিউটার এবং নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা প্রয়োজন।
পাড়ায় পাড়ায় এমন পাঠাগার গড়ে উঠলে আগামী প্রজন্ম তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে বিরত থাকবে বলে মনে করেন জেলা প্রশাসক।
এই পাঠাগারের মাধ্যমে জ্ঞানের আলো ঘরে ঘরে ছড়িয়ে যাবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
এফএম/দীপ্ত সংবাদ