কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপাকে পঞ্চগড়ের জনজীবন। ভোর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ডেকে আছে পুরো এলাকা।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিন্ম তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯৯ শতাংশ।
সপ্তাহের বেশি সময় ধরে জেঁকে বসা শৈত্যপ্রবাহের পর নড়েচড়ে বসেছে এ অঞ্চলের তাপমাত্রার পারদ। ভোর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯ টায় এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯১ শতাংশ।
প্রতিদিন সকাল সকাল ঝলমলে রোদের দেখা মিললেও আজ এ পর্যন্ত রোদের দেখা মেলেনি ৷ সূর্যের দেখা মিললেও কোন উত্তাপ৷ প্রবাহিত হচ্চে হিমেল হাওয়া৷ দিন যত গড়িয়ে যায় এই ঠান্ডার মাত্রা ততই বাড়তে থাকে। শীত নিবারনের জন্য ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভীর। যে যার সাধ্যমত ক্রয় করছেন শীত নিবারনের বস্ত্র।
গোফরান বিপ্লব