পটুয়াখালীর বাউফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে রাসেল খান (৩৭) নামে একজন কৃষকলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ শ্রমিক। মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় দিবাগত রাত সারে ১১টায় এ ঘটনা ঘটে।
মৃত রাসেল পটুয়াখালী জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলেই নিহত হন রাসেল খান। আহত হয়েছেন—প্রেমানন্দ দাস, কৃষ্ণ রাণী, মো. ইব্রাহিম ও মো. আফজাল। তাদের বাউফল হাসপাতালে প্রাথমিক চিকিৎস্যা দিয়ে শেবাচিমে পাঠানো হয়। নিহত রাসেল কৃষক লীগ পটুয়াখালী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর সহোদর ছোট ভাই।
স্থানীয় ও আহত শ্রকিদের সূত্রে জানা যায়, ঘটনার কিছু সময় পূর্বে মেশিনে ত্রুটি দেখা দেয়। কারিগরি ত্রুটির সমাধান শেষে বরফ কলের আইস মেইকিং মেশিন চালু করলেই বিকট শব্দ হয়। এরপরেই গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দৌড়ে বাইরে চলে আসলেও বরফ কলের সহকারী পরিচালক রাসেল ওই রুমে আটকা পড়ে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। আহতদের বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
বাউফল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুজ্জামান শেখ জানান, আমরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বিস্ফোরনের কারন উদঘাটনে তদন্ত চলছে।
অনু/দীপ্ত সংবাদ