এলএনজি টার্মিনাল সংস্কারের প্রভাবে, চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট দেখা দিয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর থেকে পুরো নগরীর প্রায় সব বাসা–বাড়িতে গ্যাসের চাপ একেবারেই কমে যাওয়ায়, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
শুধু আবাসিকে নয়, প্রভাব পড়েছে সিএনজি পাম্প স্টেশনগুলোতেও। গ্যাসের চাপ না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়ির চালকদের।
আরও পড়ুন: জামালপুরে গ্যাস সংকটের কারনে সারকারখানার উৎপাদন বন্ধ
কর্তৃপক্ষ বলছে, এলএনজির টার্মিনালের সংস্কারের কাজের ফলে বিঘ্নিত হচ্ছে গ্যাস সরবরাহ।
চট্টগ্রামের সাঙ্গু ও সেমুতাং গ্যাসক্ষেত্র দুটি বন্ধ হয়ে যাওয়ায়, ২০১৮ সালের পর থেকে চট্টগ্রামের গ্যাস সরবরাহ পুরোপুরি আমদানিকৃত এলএনজির উপর নির্ভরশীল। শিগগিরই এই সংকট কেটে যাবে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: সিলেট গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান
এসএ/দীপ্ত নিউজ