চট্টগ্রামের বায়েজিদে একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় একই পরিবারের আরো তিনজন দগ্ধ হয়েছে।
শনিবার (২৭ মে) ভোর রাতে বায়েজিদের শহীদনগর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সর্ভিস জানায়, গ্যাস লাইনের লিকেজ থেকে ওই বাড়ির রান্নাঘর গ্যাস চেম্বারে পরিণত হয়। ভোরে পরিবারের একজন রান্নঘরে মশার কয়েল জ্বালাতে গেলে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৪ টার দিকে হঠাৎ করেই ওই বাড়ির রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়ির একাংশে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে চারজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
আরও জানা যায়, সকালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ নামের একজনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। তাদের শরীরের অন্তত ৯০ শতাংশই দগ্ধ হয়েছে।
রুনা আনসারী/আফ/দীপ্ত নিউজ