জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার ফরিদপুরের পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জে এই ফ্যাসিস্টরা তাদের আশ্রয়কেন্দ্র বানিয়েছে। আমরা আবার গোপালগঞ্জ যাবো, গোপালগঞ্জের মানুষকে সম্পূর্ণভাবে মুজিববাদ থেকে মুক্ত করে তবে ফিরবো।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দুইটা ৪০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউজ থেকে পদযাত্রা করে শহরের জনতা ব্যাংকের মোড়ে পথসভার মঞ্চে উপস্থিত হন এনসিপির জাতীয় নেতৃবৃন্দ। সেখানেই তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষের পাশে আছি। আমি প্রশাসনকে আহ্বান জানিয়ে বলি, কোনও সাধারণ মানুষকে যেন হয়রানি না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে গ্রেফতার করতে হবে। সেখানে চার জন মানুষ বিচারবহির্ভূতভাবে মারা গেছে, আমরা সন্ত্রাসীদেরও মানবাধিকারে বিশ্বাস করি।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৫ আগস্ট বলেছিলাম বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। কিন্তু এখনও তাদের গ্রেফতার করা হচ্ছে না। প্রশাসনের ভেতর তাদের দোসর রয়েছে। আমি তাদের বলতে চাই, অপরাধীদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়ছি না। এখনও সময় দিচ্ছি ফ্যাসিস্ট ও তাদের দোসরদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গ্রেফতার করুন।’
তিনি বলেন, ‘যারা ভেবেছিল এই জুলাই পদযাত্রাকে বাধা দিয়ে থামিয়ে দেবে, তারা ভুলে গেছে কাদের সামনে দাঁড়িয়েছে। যারা মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছে, তারা এসব হামলা বাধায় ফিরবে না। ৬৪ জেলায় পদযাত্রা করেই আমরা ঘরে ফিরবো। দেশবাসীর কাছে আমাদের ওয়াদা, আগামী ৩ আগস্টের মধ্যেই সব জেলার পদযাত্রা শেষ হবে। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা ইশতেহার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে অবস্থান নেবো।’
আল