বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী পালন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী পালন করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড আবুল খায়েরের সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকীতে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এ্যাড. এস এম তৌফিক, আজিজুর রহমান বেনা, কে এম বাবর, জিয়াউর কবির বিল্বব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, সদর উপজেলা ছাত্রদলে সভাপতি তাসবীর হোসেন সহ বিএনপিসহ সকাল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

অন্যদিকে, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক কার্যালয়ে আজ শুক্রবার (১৫আগস্ট) বাদ জুম্মা শহরের লঞ্চঘাট সংলগ্ন বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জুর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন খান ঝান্টুর সভাপতিিত্বে এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এসএম সুমন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এসএম হুমায়ুন কবীর, জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক জমির মোল্লা, রিপন দাড়িয়া সহ জেলার সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More