গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সোহাগ পরিবহন নামক একটি যাত্রীবাহী চলন্ত বাসের পেছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক আরেক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কে উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাগেরহাটগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর হিরণ্যকান্দি এলাকায় পৌঁছায়। এ সময়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহন নামে একটি বাসের পিছনে ধাক্কা দেয়। সোহাগ পরিবহণ খানিকটা সরে গেলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় বাসের চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফুজ্জামান। আহত হয় বাসের অন্তত ১০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।