মাগুরা সদর উপজেলায় ফ্রি ফায়ার গেম খেলতে নিষেধ করায় কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে দুই ভাই। রবিবার (৫ মার্চ) সকালে উপজেলার জগদল ইউনিয়নের সৈয়দ রুপাটি গ্রামে ঘটনাটি ঘটে।
অসুস্থ অবস্থায় দুজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই ভাইয়ের নাম মো. রাব্বি হোসেন (১৪) ও মো. সাব্বির হোসেন (১২)। তারা মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের সৈয়দ রুপাটি গ্রামের মো. কালাম মোল্লার ছেলে।
বাবা কালাম মোল্লা জানান, তিনি দীর্ঘ চার বছর ওমান প্রবাসী ছিলেন। সেখান থেকে দুই ছেলেকে মোবাইল কিনে দিয়েছিলেন। মোবাইল দিয়ে দুই ভাই সারাদিন ফ্রি ফায়ার গেম খেলায় ব্যস্ত থাকত। রবিবার গেম খেলতে নিষেধ করায় বাবার ওপর অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে ওই দুই ভাই।
স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে দুই ভাইকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এনামুল কবির জানান, হাসপাতালে ভর্তি দুই ভাই এখন আশঙ্কামুক্ত।
এমি/দীপ্ত