ফুচকা পছন্দ করেন না এমন নারী খুঁজে পেতে বেশ কঠিন। ফুচকার স্বাদে মজে থাকেন আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত। ভারতে এই জনপ্রিয় খাবারটি গোল গাপ্পা, পানি পুরি নামেও পরিচিত হলেও বাংলাদেশে এটি ফুচকা হিসেবেই পরিচিত।
বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। বর্তমানে গুগল ক্রোম খুললেই নজরে আসছে পানিপুরির বিশেষ এক ডুডল। যাতে অনেকের মনেই প্রশ্ন আসছে, এর অর্থ কী? আসলে ফুচকার এক ইতিহাসের কথা স্মরণ করাতেই গুগলের এই আয়োজন।
২০১৫ সালের ১২ জুলাই ভারতের ইন্দোরে এই ফুচকা নিয়ে ঘটেছিল একটি ঘটনা। সে দিন এই শহরের একটি দোকান একটি বিশ্বরেকর্ড করে ‘গোল্ডেন বুক অব ওয়ার্ড রেকর্ডস বা জিবিডব্লিউআর এ নাম লিখিয়েছিল। কী হয়েছিল সে দিন? এই দোকানে ৫১টি স্বাদের ফুচকা তৈরি করা হয়। তার মধ্যে চেনা টক–ঝাল ফুচকা বা পানিপুরি যেমন ছিল, তেমনই ছিল মিষ্টি চকোলেট ফুচকাও। সব মিলিয়ে ব্যাপক আলোচনা হয় সেই বিশ্বরেকর্ড নিয়ে। সেই রেকর্ড উদযাপনের জন্যই মূলত গুগলের এই বিশেষ আয়োজন।
গুগল অ্যানিমেটেড ফুচকা গেমও তৈরি করেছে, গুগল ডুডলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ২টি অপশন আসবে। একটি ‘টাইমড‘ এবং অন্যটি ‘রিল্যাক্সড‘। যে কোনও একটি অপশনে ক্লিক করার পর এই গেমটি শুরু হয়ে যাবে। এতে আপনি আপনার সামনে অনেক স্বাদের ফুচকা দেখতে পাবেন। বিভিন্ন ইমোজির ফুচকা গুগল আপনাকে দেখাবে এটিতে ক্লিক করে স্কোর বাড়াতে হবে।
বিশ্বরেকর্ডের আট বছর পর গুগল এভাবেই ভালবাসা ও সম্মান জানাল ফুচকাকে।
আল / দীপ্ত সংবাদ