গাজীপুরে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যাত্রী পরিবহনের চাপ বেড়েছে। মঙ্গলবার (২৭ জুন) সকাল শিল্পকারখানায় ঈদুল আজহার ছুটি হওয়ায় মহাসড়ক দুটিতে দেখা যাচ্ছে যাত্রী ও পরিবহনের চাপ।
পরিবহনগুলোতে বাড়তি ভাড়ার অভিযোগ করছেন উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। তবে, অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ।
এদিকে ঢাকা– ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় এবং ঈদে ঘরমুখো যাত্রীরা বাড়ী ফিরতে শুরু করায় মঙ্গলবার দুপুরের পর থেকে ওই মহাসড়কে যাত্রী ও পরিবহনের চাপ আরো বাড়তে পারে। বিশেষ করে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের কোন স্থানে যাত্রী ছাউনি না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী উঠা নামার কারণে যানবাহনের ধীর গতি দেখা যাচ্ছে ।
আইন শৃঙ্খলা বাহিনির সদস্যরা ঈদে বাড়ী ফেরা স্বস্তিদায়ক করতে তৎপর রয়েছেন।
আফ/দীপ্ত নিউজ