গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থ দ্বারা চার বছরে ২শ ৮৯টি স্কীমের আওতায় ৭১ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৮৫ টাকা অর্থ বরাদ্ধ দেয়া হয়েছে।
ইতোমধ্যে বরাদ্ধ থেকে নতুন ও পুরাতন সড়ক, স্কুল–কলেজ, মাদরাসা ও মন্দিরসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ৪৫ কোটি, ৫২ লাখ,৩৩ হাজার,৫শ ৯৩ টাকা ব্যয় করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উন্নয়নমূলক কাজ বিষয়ক অবহিতকরণ সভায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান কামালউদ্দিন সিকদার কালিয়াকৈরকে মডেল উপজেলা গড়ে তুলতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে আরও ৫০ কোটি টাকা বরাদ্ধের দাবি জানান। এছাড়া শিল্প বর্জ্যের কারণে উজেলার বিভিন্ন খাল বিলের পানি নষ্ট হয়ে যাওয়া মাছ ও ফসল উৎপাদন বন্ধ গেছে । দুর্গন্ধ যুক্ত পরিবেশ থেকে রক্ষা পেতে সংশ্লষ্টি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন সহ উপজেলাযর বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ।
জাহাঙ্গীর আলম/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ