দেশে প্রতিবছর হরেকরকম ‘মেলা‘ হয়। ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের জন্য কোনো কোনো মেলা হয়ে ওঠে, ওই অঞ্চলের ঐতিহ্যের অংশ। গাজীপুরের একটি গ্রামে তেমনি এক আয়োজন ‘জামাই মেলা‘। বড় মাছ আর মিষ্টির কারণে বিখ্যাত সেই মেলা অনুষ্ঠিত হলো পৌষ মাসের শেষ দিন।
যেদিকে চোখ যায়, মাছের সমাহার। কোনোটি খুব চেনা, আবার কোনোটি খুব সহজে চোখে পড়ে না। আকারে–ওজনে একেকটি মাছ দৃষ্টিসুখ এনে দেয়।
৭৩ কেজি ওজনের এক মাছের নাম ‘পাখি‘। যার দাম হাঁকা হচ্ছে ১ লাখ ২৭ হাজার টাকা। আর ৩৫ কেজির এই কাতল বিক্রি হয়েছে ৪০ হজার টাকায়। ভাবছেন, এসব মাছ কারা কেনেন? প্রতিবছর পৌষ সংক্রান্তিতে গাজীপুরের কালীগঞ্জের বিনিরাইল গ্রামের এই মেলায় বড় মাছ কেনার প্রতিযোগিতায় নামেন জামাইরা। নানা জাতের বড় বড় মাছ কিনে মেয়ের জামাইরা শ্বশুরবাড়িতে বেড়াতে যান। আর এটাই এই মেলার ঐতিহ্য।
জামাই মেলা ঘিরে উৎসবে মাতেন সাধারণ মানুষ। দেশী–বিদেশী মাছ কিনতে বিভিন্ন জেলার মানুষ ভিড় করেন এখানে। দিনব্যাপী এ মেলায় অন্তত দেড় কোটি টাকার মাছ কেনাবেচা হয়।
বড় মাছের পাশাপাশি জামাই মেলায় বসে ঐতিহ্যবাহী নানা জাতের মিষ্টির পসরা।
গ্রামবাসীরা জানান, প্রায় আড়াইশ বছর ধরে জামাই মেলা হয়ে আসছে। দিনে দিনে সার্বজনীন উৎসবে যেমন রূপ নিয়েছে, তেমনি বেড়েছে মেলার পরিধিও। বছরের পর বছর এই মেলার ঐতিহ্য ধরে রাখতে চান এলাকাবাসী।
আল / দীপ্ত সংবাদ