গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজেড়া এলাকায় সোমবার সন্ধ্যায় আল–আকসা কটন স্পিনিং মিলে ভয়াবহ অগ্নি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ।
ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানান, আল আকসা কটন স্পিনিং মিলে প্রতিদিনের মত সোমবারও শ্রমিকরা সুতা তৈরীর কাজ করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানার এক সিকিউরিটি গার্ড আব্দুল মজিদ গোডাউনে রাখা তুলার মাঝে আগুন দেখতে পেয়ে শ্রমিক এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিভানোর চেষ্টা করে।
পরে খবর পেয়ে কালিয়াকৈর এবং টাঙ্গাইলের মির্জাপুর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনা স্থলে এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি ।
আল / দীপ্ত সংবাদ