বিজ্ঞাপন
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

গাজীপুরে শিশু সন্তানসহ ট্রেনের নিচে মায়ের ঝাপ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্বামীর নির্যাতন থেকে বাঁচতে শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত এক বছর বয়সী এক শিশু রাওজাতুল জান্নাত রাফসাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তরে পাশে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নাসরিন আক্তার (৩৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া এলাকার এনামুল হক বিশ্বাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ওই গৃহবধু সকাল থেকে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে একটি আম গাছের নিচে বসে ছিলো। দীর্ঘ সময় মোবাইলে কয়েক দফা কথাবার্তা বলে কান্নাকাটি করছিল। এর কিছুক্ষণ পর ময়মনসিংহ গামী জামালপুর কমিউটার ট্রেন আসলে তার সঙ্গে থাকা শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে শিশুকন্যা ট্রেনের সঙ্গে আঘাত পেয়ে দূরে ছিটকে পড়ে। গৃহবধুর মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত শিশুকন্যাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরপর চিকিৎসক দ্রুত তাকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালো পাঠায়। ততক্ষণে আহত শিশুর বাবা রাসেল ও চাচা সাগর হাসপাতালে চলে আসে।

নিহতের স্বামী রাসেল মিয়া বলেন, আমি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।

গত তিনদিন যাবত আমি কর্মস্থলে যাচ্ছি না। এ নিয়ে আমাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সামান্য ঝগড়াঝাটি হয়। তেমন বড় ধরনের ঝগড়াঝাটি হয়নি। স্বামীস্ত্রীর মধ্যে এরকম সমস্যা তো হয়েই থাকে। আজ তাকে মারধর করেনি। আজ সকালে আমি ঘুমিয়ে ছিলাম।

সাতখামাইর বাজারে ওষুধ ব্যবসায়ী মারুফ প্রধান বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখি। গুরুতর আহত শিশু রেল লাইনের একটু পড়ে রয়েছে। পাশের মায়ের রক্তাক্ত মরদেহ। এরপর আশপাশের লোকজন গুরুতর আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত নারীর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যায়।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গাজীপুর প্রতিনিধি / এজে ‌/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More