বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫

গাজীপুরে মলমপার্টি দলের ৪ সদস্য গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ চেতনা নাশক ঔষধসহ আন্তজেলা অজ্ঞান ও মলমপার্টি দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) ভোরে ঢাকাটাঙ্গাইল মহসড়কের চন্দ্রা ত্রিমোড়ে ফ্লাইওভার ব্রীজের নীচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরে কালিয়াকৈর থানায় প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে জামালপুরের ইসলামপুরের চিনারচর নামাপাড়ার মৃত জাবেদ আলীর ছেলে শহর আলী (৪৩), মোঃ নূর ইসলাম (৪৫), নোয়াখালী সেনবাগের জামালপুর মাহাজনবাড়ির ছায়েদ আলীরে ছেলে নুর ইসলাম (৪৫), জামালপুরের সরিষাবাড়ির গোপালগঞ্জহাটের সোনামিয়ার ছেলে মুকুল মিয়া এবং নারায়নগঞ্জের সোনারগাওয়ের বাইটেঙ্গী বরাব বাজারের মৃত সুরুজ মিয়ার মেয়ে মানছুরা আক্তার জিমি (৩০)। মানছুরা গ্রেপ্তারকৃত শহর আলীর স্ত্রী।

পুলিশ জানায়, আন্তজেলা অজ্ঞান পার্টি ও মলমপার্টির একটি দল চন্দ্রা ও আশপাশের এলাকায় অবস্থান করে বিভিন্ন পরিবহনে চেতনা নাশক বিভিন্ন দ্রব্য ব্যবহার করে যাত্রীদের কাছ থেকে স্বর্বশ্ব লুটে নেয় এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার ভোরে চন্দ্রা ত্রিমোড়ে অভিযান চালিয়ে এক নারীসহ ৪ জন অজ্ঞান ও মলমপার্টির সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮টি কথিত চেতনানাশক হালুয়ার পোটলা, চেতনানাশক ঘুমের ট্যাবলেট ৫ পাতা, চেতনানাশক ঘুমের এয়ম্পুল ৫টি সহ আরও ‌১০ পাতা চেতনানাশক ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। ব্রিফিং শেষে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

 

গাজীপুর প্রতিনিধি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More