চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় অবস্থিত টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।
এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।
গত শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া শ্রমিকদের এই আন্দোলন তৃতীয় দিনের মতো আজও অব্যাহত রয়েছে।
পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় গতকালও ৪০টি কারখানা বন্ধ রাখা হয়। একটানা তিন দিন ধরে মহাসড়ক অবরোধ থাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল দীর্ঘক্ষণ থমকে রয়েছে। বিকল্প পথ হিসেবে কিছু যানবাহন ভোগড়া বাইপাস থেকে মীরেরবাজার হয়ে রাজধানীর সাথে সংযোগ রক্ষা করার চেষ্টা করলেও যানজটের কারণে তা ব্যাহত হচ্ছে।
টঙ্গী শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন জানান, গতকাল সন্ধ্যায় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল, তবে কারখানা কর্তৃপক্ষ তা ম্যানেজ করতে পারেনি। বেতন না পাওয়ায় শ্রমিকরাও মহাসড়ক ছেড়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। আজ পরিস্থিতির সমাধান হতে পারে বলে আশা করা হচ্ছে। শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে দ্রুত সড়ক স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনের চেষ্টাও অব্যাহত রয়েছে।
আল/ দীপ্ত