ফায়ার সার্ভিসের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুর, দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে লাগা আগুন।
শনিবার (৩ মে) দুপুর ২টা ৫মিনিটে ৩ ফায়ার স্টেশনের ৬ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ী ফায়ার স্টেশনে বেলা ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায়। ১২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে তার আগেই আগুনটা বড় আকার ধারণ করে।
তিনি আরও বলেন, আগুনের পরিধি বাড়তে থাকায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিস ২টি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। ২০টির মতো ছোট–বড় গুদাম, সূতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে। সবশেষ দুপুর ২টা পাঁচটি মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি এবং হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
জাহাঙ্গীর/ইএ/এসএ