গাজীপুরের কাশিমপুরে দুই ছেলের লাঠির আঘাতে ওসমান ব্যাপারী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) দুপুর সাড়ে ১২ টা সময় সারদাগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অভিযুক্তরা হলো,কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ রাইচ মিল এলাকার ওসমান ব্যাপারীর ছেলে শরিফ (২৮) এবং মাহাবুব (৩৫)।
উল্লেখ্য গত (১৭ জুন) শনিবার সন্ধ্যায় তাদের দুই ভাই এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘাতে জড়িয়ে পড়ে। পরে তাদের চিৎকার শুনে বৃদ্ধ বাবা ওসমান ব্যাপারী এগিয়ে আসেন। এগিয়ে আসলে তাদের দুই ভাই এর লাঠির আঘাতে চোখ ও নাকে গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ভর্তি করা হয়। হাসপাতালে দুইদিন চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসলে মঙ্গলবার (২০ জুন) ভোরে মারা যান। এঘটনায় বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কাশিমপুর থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এঘটনার পর থেকে এলাকায় এবং সোশাল মিডিয়া ফেসবুকে নিন্দার ঝড় বইছে। নিজের জন্মদাতা বাবাকে কিভাবে মারতে পারে। এলাকাবাসীর দাবী দুই কুলাঙ্গার সন্তানের যেন সর্বোচ্চ শাস্তি হয়।
গাজীপুর মেট্রোপলিটন কাশিপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম জানান, পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটে। এ বিষয়ে কাশিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে মৃত ওসমান ব্যাপারীর বড় ছেলে শফিকুল ইসলাম । অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আল /দীপ্ত সংবাদ