গাজীপুরের কাপাসিয়াতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) দিবাগত ২টার দিকে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রাম ও বড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে নামিলা গ্রামের চান মিয়ার বাড়িতে অজ্ঞাত কিছু লোক গরু চুরির উদ্দেশ্যে ঢুকে। এসময় চান মিয়া চুরির বিষয়টি টের পেয়ে এলাকাবাসী জড়ো করেন। স্থানীয়রা ঘটনাস্থলে একজনকে ধরে গনপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরজনকে স্থানীয়রা ধাওয়া করলে পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামের ধানখেতের আড়ালে লুকায় সে। কিন্তু উত্তেজিত এলাকাবাসী তাকে খুঁজে বের করে গনপিটুনি দিলে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।
সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ জানান, গরু চুরি রোধে এলাকায় গ্রামবাসী পাহাড়া বসিয়েছিলেন। শুক্রবার রাতে গ্রামবাসী গরুর চুরির বিষয়টি টের পেলে একজোট হয়ে দুইজনকে গণপিটুনি দেয়।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।
এসএ/দীপ্ত সংবাদ