গাজীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ডেঙ্গুতে আক্তান্ত হয়ে ভর্তি হয়েছে ৬০ জন রোগী । আক্রান্তদের মধ্যে নারী ও শিশু রোগীও রয়েছেন ।
তবে, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।
গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ বিভিন্ন সরকারী হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে ৬০ জন। সরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ১৯২জন । আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৮ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন ২৯৮১ জন ।
গাজীপুর জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, গাজীপুর মহানগরে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে দুটি বিশেষায়িত হাসপাতাল ছাড়াও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চলছে। আমরা মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
মো. জাহাঙ্গীর আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ