গাজীপুরের টঙ্গী বাজার আড়ৎপট্টিতে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দমকল কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি চালের গুদামসহ পাঁচটি আলু–পেয়াজ ও মসলার গুদাম পুড়ে ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক (ঢাকা জোন–৩) শফিকুল ইসলাম জানান, বুধবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে টঙ্গী বাজার আড়তপট্টিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
এরপর উত্তরা থেকে আরও দুইটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় রাত ১২টা ৫০ মিমিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত ১টা ১৫মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন হয়। আগুনে একটি চালের গুদাম ও ৪টি আদা–পেয়াজ ও মসলার গুদাম পুড়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আল / দীপ্ত সংবাদ