হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার (১৯ অক্টোবর) ওই হামলায় প্রায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সোমবার (২০ অক্টোবর) ইসরায়েলের সংসদ নেসেটে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
সংসদে দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। আপনি শক্তিশালী কারও সঙ্গে শান্তি স্থাপন করতে পারেন, দুর্বল কারও সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।
ইসরায়েল বলেছে, রবিবার (১৯ অক্টোবর) হামাসের হামলায় ইসরায়েলি দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা জোরদার করা হয়েছে। তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা হামলা চালিয়ে ইসরায়েলি সৈন্যদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হামাস।