আগামী সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) এনবিসির এক অনুষ্ঠান শেষে নিউইয়র্কে সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমরা গাজায় পরবর্তী একটি যুদ্ধবিরতির বেশ কাছাকাছি রয়েছি। আশা করছি আগামী সোমবারের মধ্যেই (যুদ্ধবিরতির) ঘোষণা আসবে। তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান তাকে এই তথ্য জানিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান। বাইডেন এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন মাত্র কয়েক দিন পরেই মিশিগান রাজ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে এই রাজ্যে ফিলিস্তিনপন্থী ভোটাররা বাইডেনের ইসরায়েলপন্থী অবস্থানকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন। এর আগে গাজায় আবারও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে প্যারিসে বৈঠক করেন ইসরায়েল, কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। সেই বৈঠকের ধারাবাহিকতায় কাতারের রাজধানী দোহায় হামাস এবং ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন মিসর ও কাতারের কর্মকর্তারা।