গাজায় তিন দিনের যুদ্ধবিরতি দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন তিনি। এ সময় বাইডেন বলেন, এ যুদ্ধ বিরতি হামাসের হাতে বন্দি ইসরাইলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেছে। অপর দিকে হোয়াইট হাউস বলেছে, বাইডেনের ব্যক্তিগত আলাপ–আলোচনার বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। এ বিষয়ে সাংবাদিকরা জো বাইডেনকে প্রশ্ন করলেও তিনি এর কোনও জবাব দেননি।
ইসরায়েলের গত এক মাসের হামলায় ১০ হাজার ৩২৮ জন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা প্রায় ৭ হাজার। গাজায় ইসরায়েলি হামলায় গড়ে প্রতিদিন ১৬০ শিশুর প্রাণহানি হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অবরুদ্ধ গাজায় ঔষধ ও চিকিৎসা সামগ্রীর চরম সংকট দেখা দিয়েছে।
তুরস্কের পার্লামেন্ট ইসরায়েলের বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা ও নেসলের পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে ইসরাইলে আরও শক্তিশালী বোমা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
এসএ/দীপ্ত নিউজ