২২
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত তিন মাসে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে।
গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। শিশুদের ভ্যাক্সিন দেয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল।
ইউনিসেফ জানিয়েছে, পোলিও রুবেলা ও মাম্পসের মত অন্তত ৬ লাখ টিকা গাজায় পৌঁছেছে।
এদিকে, গাজা উপত্যকাজুড়ে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় ওসিএইচএ।
প্রতিষ্ঠানটি বলছে, যে মাত্রায় যুদ্ধ চলছে, তাতে গাজা উপত্যকা হয়ে উঠতে পারে সংক্রামক রোগের শহর।
আরও পড়ুন: গাজার ৭০ ভাগ ঘরবাড়ি ধ্বংস
এসএ/দীপ্ত নিউজ