ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহ করতে দিচ্ছে না ইসরায়েল। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থানবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এ কথা জানিয়েছে।
এছাড়া ত্রাণকর্মী হত্যার ঘটনায় গাজায় ত্রাণসহায়তার পরিমাণ আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা।
সবশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৩২ হাজার ৯৭৫ জন নিহত হয়েছে। এদিকে নতুন জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ ব্রিটিশ নাগরিক ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে ভোট দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দি গার্ডিয়ানে এই তথ্য উঠে এসেছে।
আল / দীপ্ত সংবাদ