উত্তর গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা পরিচালিত আল ফাখোরা স্কুলে বিমান হামলায় চালিয়েছে ইসরায়েল।
এতে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে।
গাজার আল–শিফা হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইলের বাহিনী।
এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। জিম্মিদের মুক্তির দাবিতে শনিবার হাজার হাজার মানুষ জেরুজালেমে পদযাত্রা করে।
অব্যাহত ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করতে চায় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, চলমান সংঘাতের অবসান হলে, গাজার স্কুল, হাসপাতালসহ ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পুনর্গঠন করবে তুরস্ক।
এসএ/দীপ্ত নিউজ