বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েল মন্ত্রিসভা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখল নেওয়ার জন্য ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা।

শুক্রবার (৮ আগস্ট) ইসরায়েল প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয় নিশ্চিত করেছে যে নিরাপত্তা মন্ত্রিসভা গাজা উপত্যকা দখলের জন্য ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)’র পরিকল্পনা অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘হামাসকে পরাজিত করার রূপরেখা’ অনুমোদন দিয়েছে নিরাপত্তা মন্ত্রিসভার সদস্যরা।এছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণকে মানবিক সহায়তা নিশ্চিত করতে সম্মত হয়েছে ইসরায়েল।

বিবৃতিতে আরও বলা হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য যেসব শর্ত ইসরায়েল দেবে, তার মধ্যে পাঁচটি মূলনীতির প্রতি সমর্থন জানিয়েছেন মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য।

এই ৫টি মূলনীতি হলো—হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, জিম্মি অবস্থায় থাকা বাকি ৫০ জনকে মুক্ত করা (যাদের মধ্যে আনুমানিক ২০ জন জীবিত), গাজা উপত্যকার সামগ্রিক নিরস্ত্রীকরণ, অঞ্চলটিতে ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়—এমন একটি বিকল্প বেসামরিক সরকারের হাতে গাজার প্রশাসন তুলে দেওয়া।

অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং একইসঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৭ আগস্ট) ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে নয়, সন্ত্রাসবিরোধী অভিযান শেষে অঞ্চলটি একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেয়া হবে। যারা ‘ইসরাইল ধ্বংসে’ উৎসাহী নয়। যদিও কার হাতে শাসন তুলে দেয়া হবে, সেবিষয়ে কোনো পরিকল্পনা তুলে ধরেননি নেতানিয়াহু।

তিনি আরও বলেন, আমরা গাজা থেকে হামাসকে উৎখাত করতে চাই। তবে আমরা গাজা নিজেদের কাছে রাখতে চাই না। আমরা সেখানে একটি নিরাপত্তা বেষ্টনী চাই, কিন্তু শাসন করতে চাই না। আমরা এমন আরব শক্তির হাতে গাজাকে তুলে দিতে চাই, যারা সঠিকভাবে শাসন করতে পারবে, আমাদের জন্যও হুমকি হবে না।

তবে, নেতানিয়াহুর এ ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েল বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। বলেন, নেতানিয়াহুর এ প্রস্তাব মানে আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু, সেই সঙ্গে অঢেল অর্থের অপচয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More