শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

গাইবান্ধায় ২ দিনব্যাপী ব্যতিক্রমধর্মী চর মেলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়ার চরে ‘মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস” (এমফোরসি) উদ্যোক্তা ফোরাম চর মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুরে দু‘দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রায় ২১ বছর পরে স্বৈরশাসকের অবসান ঘটিয়ে তিনি ক্ষমতায় এসে দেশের অনেক উন্নয়ন করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ছিল প্রত্যেকটি এলাকায় সমতা ভিত্তির মাধ্যমে প্রত্যেক মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, মানুষ অক্লান্ত পরিশ্রম করে, মানবেতর জীবনযাপন করে, সংগ্রাম করে, প্রকৃতির সাথে লড়াই করে তারা এখানে টিকে আছে এবং যে সমস্ত ফসল উৎপাদন করেছে তা সত্যিই আমাকে অভিভূত করেছে।

উপজেলার গজারিয়ার চরে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা(সাঘাটাফুলছড়ি) আসনের এমপি মাহমুদ হাসান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।

সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগে কাজ করছে। চর জীবিকায়ন প্রকল্প বাস্তবায়ন করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইস কনট্যাক্ট ও বগুড়ার গবেষণা প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)। চরের কৃষি আর জীবনমান উন্নয়নে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যমুনার তীরে অবস্থিত শরীয়তপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এবং জামালপুরে।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More