গাইবান্ধা গোবিন্দগঞ্জের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচার শহর শাখায় ডাকাতি হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৯ মে) সকালে জুয়েল মিয়া স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকে এবং ব্যাংকে বিশেষ জায়গায় লুকিয়ে রাখা টাকাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত টাকার মধ্যে এখনও দেড় লক্ষ টাকা ঘাটতি রয়েছে।
গত রবিবার ২৮ মে রাতে ব্যাংকের গেটের এবং লকারের তালা খুলে প্রায় ১৪ লক্ষ ৪৫ হাজর টাকা নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ব্যাংকের কর্মচারীসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ব্যাংকের দায়িত্বরত নৈশপ্রহরী গোলাম হোসেন জুয়েল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ব্যাংকের পরিত্যক্ত কাগজপত্রের মধ্য থেকে এবং ওই নৈশ প্রহরীর বাড়ি থেকে ১২ লক্ষ ৬৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করে।
গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান। তিনি আরও জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
ভবতোষ রায় মনা/এফএম/দীপ্ত নিউজ