বিশ্ব বন্য প্রাণী দিবস উপলক্ষ্যে গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) গাইবান্ধা সরকারি কলেজ শাখা ও প্রাণিবিজ্ঞান বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
সভায় প্রধান অতিথি মো: সবুর উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি বন্যপ্রাণীরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে সবই আমাদের কোন না কোন ভাবে উপকারে আসে। পরিবেশ থেকে একটি মাত্র প্রাণী হারিয়ে গেলেই বিঘ্নিত হয় খাদ্য শৃংখল এবং তার ক্ষতিকর প্রভাব এসে পড়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ ও অর্থনীতির উপর। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে জীববৈচিত্র্য ও প্রকৃতি হুমকির মুখে দাঁড়িয়েছে। উন্নত জীবন ব্যবস্থার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। সবাইকে প্রাণীকুল বাঁচাতে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফসের ড.মো: সবুর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এস. এম আশাদুল ইসলাম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক নুর মোহাম্মদ সিদ্দিকসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মো: জাহিদ রায়হান।অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন কলেজ শাখার সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এমি/দীপ্ত