গাইবান্ধা সদর উপজেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও বই বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ মে) সকাল ১০ টায় নিউটন প্রিপারেটরি স্কুলে ঋতু হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং ফাউন্ডেশনের আয়োজনে ও সৃজনশীল গাইবান্ধা এর বাস্তবায়নে ‘বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে কিশোরীদের সাথে বয়ঃসন্ধি,পিরিয়ড ম্যানেজমেন্ট ও পিরিয়ড নিয়ে নানা কুসংস্কারসহ বিস্তারিত জানানো হয়।
কিশোরীদের পিরিয়ড বা মাসিকের সময় করণীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন সৃজনশীল গাইবান্ধার প্রতিষ্ঠাতা ও সিইও মো. মেহেদী হাসান ও সদস্য নিশাত তাসনিম স্মরণ। কিশোরীদের মাসিককালীন সময় স্বাস্থ্য পরিচর্যা ও করণীয় পদক্ষেপ, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবারের গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করেন তিনি।
সেশনে অংশগ্রহণকারী ১০ থেকে ১৪ বছরের ৩০ জন কিশোরীকে বিনামূল্যে ঋতু কমিক বই ও রিউজেবল স্যানিটারি ন্যাপকিন দেয়া হয়।
সৃজনশীল গাইবান্ধার প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসান বলেন, আমাদের দেশে এখনো যেহেতু মাসিক বা পিরিয়ডকে একটি লজ্জার ব্যাপার হিসেবে ধরা হয়, তাই বেশিরভাগ ক্ষেত্রেই এ বয়সী মেয়েদের জন্য পিরিয়ডের প্রথম অভিজ্ঞতা বেশ ভয়াবহ ও বিব্রতকর হয়ে থাকে। পিরিয়ডের সময় অনেকেই ভয় ও লজ্জায় কাউকে কিছু জানায় না। এটি পরবর্তী সময়ে কিশোরীর মানসিক ও শারীরিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তাই ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।
এসময় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন নিউটন প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ সুকমল চন্দ্র সরকার, সৃজনশীল গাইবান্ধা‘র প্রতিষ্ঠাতা ও সিইও মো. মেহেদী হাসান ও সদস্য নিশাত তাসনিম স্মরণ, ভলান্টিয়ার হিসেবে ছিলেন সৃজনশীল গাইবান্ধার সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান অন্তর।
ভবতোষ রায় মনা/এমি/দীপ্ত নিউজ