গাইবান্ধার গোবিন্দগঞ্জের পুরান বাসস্ট্যান্ড এলাকায় তিন মাদক ব্যবসায়ীকে গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে।
গ্রেফতাররা হলেন: চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মাদক সম্রাট ওরফে কুখ্যাত মাদক ব্যবসায়ী জুলহাস (৪২) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস লিমা (জান্নাত)। কুমিল্লার চান্দিনা থানার কাশিমপুর গ্রামের মো. নজরুলের পুত্র মো. তোফাজ্জল হোসেন (২০)।
এসময় অভিনব কায়দায় বাসের বক্সে লাগেজের ভিতর ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদ জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমি/দীপ্ত