প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরম ও ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে কর্তৃপক্ষ বরাবর লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়ে আবেদন করেছেন এক কর্মচারী। বৃহস্পতিবার (০৮ জুন) নীলফামারীর সৈয়দপুরের সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির নওশাদ আনছারী নামের এক কর্মচারী এ আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করছেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এসরাফ আহমেদ।
খোজ নিয়ে জানা যায়, নওশাদ আনছারী ওই প্রতিষ্ঠানে কম্পিউটার অপেরেটরের কাজ করেন। প্রচন্ড গরম, তার উপর ঘন ঘন লোডশেডিং এর ফলে অফিসের কাজ করতে কষ্ট হওয়ায় এই ব্যতিক্রম আবেদন করেছেন তিনি।
আবেদন পত্রে ওই কম্পিউটার অপেরেটর লিখেন, সারা দেশে বইছে তীব্র দাবদাহ। সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। বৃষ্টিহীন অসহ্য গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে একটানা প্যান্ট পরে কাজ করা দুরূহ হয়ে পড়েছে। এতে শরীরের নানা স্থানে চুলকানিও শুরু হয়েছে। তাই লুঙ্গি পরে অফিস করার অনুমতি চান তিনি।
পত্রে বিদ্যুৎ না থাকায় কম্পিউটার কম্পোজ করতে পারেননি। তাই হাতে লিখে আবেদনটি করেছেন বলে বিষয়টি বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ করেছেন ওই কম্পিউটার অপেরেটর।
এবিষয়ে নওশাদ আনছারী বলেন, ‘আমি আসলেই মন থেকে আবেদনটি করেছি। অনেকেই বিষয়টি হাসি–ঠাট্টা হিসেবে নিলেও এটাই বাস্তবতা। এখনো চিঠির উত্তর পাইনি। তবে এবিষয়ে ভালো সিদ্ধান্ত নেয়া হবে আশা করি। নাহলে গরমে অফিস করা দুরূহ হয়ে পড়েছে।‘
সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানির সৈয়দপুরের ব্যবস্থাপক এসরাফ আহমেদ বলেন, লুঙ্গি পড়ে অফিস করার বিষয়ে একটি আবেদন পেয়েছি। এবিষয়ে এখনো কোন আলোচনা হয়নি। রবিবার আলোচনা হবে।
ইয়াছিন মোহাম্মদ সিথুন/আফ/দীপ্ত নিউজ